৭ম শ্রেনীর বহুনির্বাচনী পরীক্ষা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের জ্ঞান যাচাই করার জন্য একটি কুইজ পরীক্ষা আয়োজন করা হয়েছে। এই কুইজের মাধ্যমে তোমাদের পাঠ্যবইয়ে শেখা বিষয়গুলো সহজভাবে মনে রাখা, বোঝা এবং প্রয়োগ করার দক্ষতা যাচাই করা হবে।

👉 কুইজে থাকবে বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)।
👉 প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সঠিক উত্তর নির্বাচন করতে হবে।
👉 নির্ধারিত সময়ের মধ্যে উত্তর জমা দিতে হবে।
👉 বেশি নম্বর পেতে হলে দ্রুত ও সঠিকভাবে উত্তর দিতে হবে।

এই কুইজ শুধুমাত্র জ্ঞান যাচাইয়ের জন্য নয়, বরং শিক্ষার আনন্দ বাড়ানোরও একটি মাধ্যম। তাই সবাই মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে।

গনিত

quiz logo isolated on white back

গনিত (২.৩)

tail spin

1 / 30

1) স্থির জলে নৌকা ১০ কিমি/ঘন্টা। স্রোত ২ কিমি/ঘন্টা। ৪৮ কিমি উজানে যেতে সময়—

2 / 30

2) একটি কল ২০ মিনিটে ট্যাংক ভর্তি করে। অন্যটি ৩০ মিনিটে ভর্তি করে। একসাথে চালালে সময়—

3 / 30

3) ২৪ জন লোক ৩০ দিনে একটি দেয়াল তৈরি করে। ২০ জন লোক করলে সময় লাগবে—

4 / 30

4) ৭২ কিমি/ঘন্টা বেগে চলা ১২০ মিটার ট্রেন একটি খুঁটি পার হয়—

5 / 30

5) নৌকার গতি ২৫ কিমি/ঘন্টা। স্রোতের কারণে কার্যকর গতি ৩০ কিমি/ঘন্টা। স্রোতের গতি—

6 / 30

6) ১০০ টাকায় ২৫টি কমলা পাওয়া যায়। ২০০ টাকায় পাওয়া যাবে—

7 / 30

7) একটি কল ৪ ঘন্টায় ট্যাংক ভর্তি করে। আরেকটি কল ৬ ঘন্টায় ভর্তি করে। একসাথে চালালে সময় লাগবে—

8 / 30

8) ১৫ জন শ্রমিক ১২ দিনে কাজ শেষ করে। ২০ জন শ্রমিক করলে সময় লাগবে—

9 / 30

9) একটি কল ১০ ঘন্টায় ট্যাংক ভর্তি করে। অন্যটি ১৫ ঘন্টায় খালি করে। একসাথে চালালে সময় লাগবে—

10 / 30

10) একটি কল ৬ ঘন্টায় ভর্তি করে, অন্যটি ৯ ঘন্টায় ভর্তি করে। একসাথে চালালে—

11 / 30

11) একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি খুঁটি পার হয়। ট্রেনটির গতি কত?

12 / 30

12) একটি কল ৬ ঘন্টায় ট্যাংক ভর্তি করে। আরেকটি কল ৮ ঘন্টায় ভর্তি করে। একসাথে করলে সময় লাগবে—

13 / 30

13) ১২ জন শ্রমিক ৬ দিনে একটি কাজ শেষ করে। ১৮ জন শ্রমিক কত দিনে শেষ করবে?

14 / 30

14) ৩ ঘন্টায় ১৮ কিমি পথ অতিক্রম করলে, ৫ ঘন্টায় অতিক্রম করবে—

15 / 30

15) ৪৫ কিমি/ঘন্টা ট্রেন ৩০০ মিটার প্ল্যাটফর্ম ৪০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য কত?

16 / 30

16) একটি কল ১৫ মিনিটে ভর্তি করে, আরেকটি ২০ মিনিটে ভর্তি করে। একসাথে করলে সময় লাগবে—

17 / 30

17) ৮ জন ছাত্র ১২ দিনে কাজ শেষ করে। ৬ জন ছাত্র করলে সময় লাগবে—

18 / 30

18) ৬০ কিমি/ঘন্টা গতির ট্রেন ১৫০ মিটার সেতু পার হয় ২৫ সেকেন্ডে। ট্রেনের দৈর্ঘ্য কত?

19 / 30

19) একটি কল ৮ ঘন্টায় ট্যাংক ভর্তি করে। অন্যটি ১২ ঘন্টায় ভর্তি করে। একসাথে করলে সময় লাগবে—

20 / 30

20) ২৪ কিমি উজানে ৬ ঘন্টা লাগে, ভাটিতে ২৪ কিমি ৪ ঘন্টা। স্থির জলে নৌকার গতি—

21 / 30

21) একটি কল ১২ ঘন্টায় ট্যাংক ভর্তি করে। আরেকটি কল ১৫ ঘন্টায় ভর্তি করে। একসাথে করলে সময়—

22 / 30

22) ৯ ঘন্টায় ৪৫২ কিমি গেলে, ৭ ঘন্টায় যাবে—

23 / 30

23) একটি কল ৪০ মিনিটে ভর্তি করে, আরেকটি ৬০ মিনিটে ভর্তি করে। একসাথে করলে সময় লাগবে—

24 / 30

24) স্থির জলে নৌকা চলে ১২ কিমি/ঘন্টা। স্রোত ৩ কিমি/ঘন্টা। উজানে গতি কত?

25 / 30

25) ১৫০ মিটার ট্রেন ৫০ মিটার প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে পার হয়। গতি কত?

26 / 30

26) ৪টি কল ৬ ঘন্টায় ট্যাংক ভর্তি করে। ৩টি কল একই ট্যাংক ভর্তি করবে—

27 / 30

27) একটি কল ১৮ মিনিটে ভর্তি করে, অন্যটি ৩০ মিনিটে ভর্তি করে। একসাথে করলে সময়—

28 / 30

28) ভাটিতে ৬০ কিমি ৪ ঘন্টায়, উজানে ৪০ কিমি ৫ ঘন্টায় যায়। স্থির জলে নৌকার গতি—

29 / 30

29) ১০টি বইয়ের দাম ৪০০ টাকা হলে, ২৫টি বইয়ের দাম কত?

30 / 30

30) ৫টি কলমের দাম ৫০ টাকা হলে, ৮টি কলমের দাম কত?

Your score is

0%

quiz logo isolated on white back

English(Narration: Assertive)

tail spin

1 / 51

1. Latif said to me, "I think it may rain today."

2 / 51

2. The scientist said, "My dear shopkeeper, the basket must be about four feet across."

3 / 51

3. The farmers said, "We were waiting for rain."

4 / 51

4. My mother said to me, "You will fail if you do not study hard."

5 / 51

5. The man said, "I will go to your house tomorrow and meet with your parents."

6 / 51

6. Suman said, "I've a bad headache."

7 / 51

7. The teacher said, "A bad workman always quarrels with his tools."

8 / 51

8. Asad said to me, "The garden looks very beautiful."

9 / 51

9. The teacher said to the students, "You made a noise in the classroom."

10 / 51

10. Laila's father said to Laila, "Tomorrow we must leave early."

11 / 51

11. He said, "You can write your name on it, Liza."

12 / 51

12. The patients said to the doctor, "Mrs. Mahumda is a good nurse and she can be of good use."

13 / 51

13. The scientist said to the shopkeeper, "I want three sticks."

14 / 51

14. The students said to the teacher, "Sir, we may use the piece of land for the school garden."

15 / 51

15. He said to me, "You were mere a boy when I saw you."

16 / 51

16. Ameena said to Karim, "I am writing to you because I want to know about your country."

17 / 51

17. My friends said to me, "We have been waiting for you."

18 / 51

18. Rina says, "My mother manages the family."

19 / 51

19. Rajib said, "It rained all night."

20 / 51

20. The teacher said, "The earth moves round the sun."

21 / 51

21. Sam said to Pintu, "I am glad that you have done everything for me."

22 / 51

22. Raisa said to Ruba, "I am very glad to meet you here."

23 / 51

23. Rakib said, "I may be transferred to Chattogram."

24 / 51

24. The student said to the teacher, "We shall remain obedient to you."

25 / 51

25. Mina says, "My father works for the government."

26 / 51

26. Father said to his son, "If you play in the rain, you will catch cold."

27 / 51

27. I said to him, "I shall be grateful if he helps me."

28 / 51

28. Neela's mother said to her, "You can take the food with you because you may feel hungry way."

29 / 51

29. My father said to me, "You are doing the work carefully."

30 / 51

30. I said to the boy, "You have been my good friend."

31 / 51

31. The farmers said, "We were waiting for rain."

32 / 51

32. The boy said to me, "I need your help."

33 / 51

33. He said, "God helps those who help themselves."

34 / 51

34. Father said to his sons, "You must do your duties in time."

35 / 51

35. She said to you, "You will be late."

36 / 51

36. She said to her mother, "My friends and I are going to the market now and we shall be."

37 / 51

37. Rina's mother said to Rina, "I have seen your school garden."

38 / 51

38. He said to me, "I can meet you at your house if you allow me."

39 / 51

39. The workers said to the manager, "Sir, we can assure you that we will finish the work in time."

40 / 51

40. Sohel said to Rana, "Your book is so fine that it has given me much pleasure."

41 / 51

41. The boy said to the passer-by, "He lost his way."

42 / 51

42. I said to him, "I am reading the book you gave me yesterday."

43 / 51

43. He said to me, "My dear friend, I have been benefited from your book."

44 / 51

44. Laila said, "My father and I wanted to visit my aunt who lives in the hills."

45 / 51

45. All said to Bashir, "You are my elder brother but you do not give me the share of the property father has left for us."

46 / 51

46. Karim said to Ameena, "I am very happy to become your pen-friend."

47 / 51

47. Mother said to her daughter, "I have bought a nice present for you."

48 / 51

48. You said to me, "Your work must be neat."

49 / 51

49. Rimi said to me, "I know that you live in the next building."

50 / 51

50. He said to her, "I shall return your book tomorrow."

 

51 / 51

51. He said, "I will not leave the house until I have heard the stories of my companions."

Your score is

The average score is 100%

0%

quiz logo isolated on white back

গনিত(৩ অধ্যায়)

tail spin

1 / 30

1) একটি ত্রিভুজাকার জমির ভূমি ৩০ মিটার ও উচ্চতা ৪০ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গফুট?

2 / 30

2) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ সেমি ও প্রস্থ ৩০ সেমি হলে কর্ণ কত?

3 / 30

3) একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য ৫ ফুট। এর দৈর্ঘ্য মিটারে কত?

4 / 30

4) একটি ঘরের দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ ৯ মিটার, উচ্চতা ৪ মিটার। মেঝে ও চার দেয়াল টাইলস করতে প্রতি বর্গমিটারে ১৫০ টাকা দরে খরচ কত হবে?

5 / 30

5) একটি কারখানায় দিনে ২৫০০ পিস টাইলস তৈরি হয়। ১ মাসে (৩০ দিন) কত পিস তৈরি হবে?

6 / 30

6) একটি ধানের বস্তার ভর ৫০ কেজি। ১২টি বস্তার মোট ভর কত টন?

7 / 30

7) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১.৫ মিটার ও প্রস্থ ৮০ সেমি হলে ক্ষেত্রফল কত?

8 / 30

8) একটি জমির দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস্থ ১৫০ মিটার। ক্ষেত্রফল কত হেক্টর?

9 / 30

9) একটি শস্যভাণ্ডারের দৈর্ঘ্য ১২ মি, প্রস্থ ৯ মি ও উচ্চতা ৬ মি। প্রতি ঘনমিটারে ৮০০ কেজি শস্য ধরে। ভাণ্ডারটি পূর্ণ হলে মোট কত কেজি শস্য থাকবে?

10 / 30

10) একজন কৃষক ৬ বিঘা জমিতে ২৪০ মণ ধান পেল। ১৫ বিঘা জমি থেকে কত মণ ধান পাবে?

11 / 30

11) একটি বর্গক্ষেত্রের বাহু ১.৫ মিটার হলে ক্ষেত্রফল কত?

12 / 30

12) একটি বর্গক্ষেত্রের কর্ণ ৩৫ সেমি হলে বাহু কত?

13 / 30

13) একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত?

14 / 30

14) ১ একর = কত বর্গফুট (প্রায়)?

15 / 30

15) এক ব্যবসায়ী দিনে ১৮ কেজি ৩০০ গ্রাম চাল ও ৫ কেজি ৭৫০ গ্রাম লবণ বিক্রি করেন। মাসে (৩০ দিনে) কত বিক্রি করবেন?

16 / 30

16) একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৬ মিটার, উচ্চতা ৪ মিটার। মেঝে ও চার দেয়াল রং করতে প্রতি বর্গমিটারে ২০ টাকা দরে মোট খরচ কত?

17 / 30

17) একটি সুইমিংপুলের দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ ১৫ মিটার। এর চারদিকে ২.৫ মিটার চওড়া টালি বসানো হয়েছে। টালির ক্ষেত্রফল কত?

18 / 30

18) একটি পানির ট্যাংকের দৈর্ঘ্য ২ মি, প্রস্থ ১.৫ মি ও গভীরতা ১ মি হলে আয়তন কত লিটার?

19 / 30

19) একটি সমান্তরিকের  ভূমি ২০ মিটার ও উচ্চতা ১৫ মিটার হলে ক্ষেত্রফল কত?

20 / 30

20) একটি ট্রাকে ২.৫ টন মাল বোঝাই করা যায়। ৫০ টন মাল বহনে কত ট্রাক লাগবে?

21 / 30

21) একটি বাক্সের আয়তন ১.৫ মিটার³। এটি কত লিটার সমান?

22 / 30

22) একটি জমির ক্ষেত্রফল ৫০০০ মি²। এটি কত হেক্টর ও কত একর?

23 / 30

23) একটি খালি ট্যাংকের দৈর্ঘ্য ৮ মিটার, প্রস্থ ৫ মিটার, গভীরতা ৩ মিটার। প্রতি ঘনমিটার পানির ওজন ১০০০ কেজি হলে ট্যাংক পূর্ণ হলে মোট পানির ওজন কত?

24 / 30

24) একটি মগের আয়তন ১৫০০ ঘন সেমি। ২৭০ লিটার পানিতে কত মগ পানি হবে?

25 / 30

25) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩০ মিটার ও প্রস্থ ২৫ মিটার হলে ক্ষেত্রফল কত?

26 / 30

26) একটি আয়তক্ষেত্রের পরিসীমা ১৪৪ মিটার। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য কত?

27 / 30

27) একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার। এর পরিসীমা কত মিটার?

28 / 30

28) একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৬০ মি ও ৪০ মি। এর ভিতরে চারদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

29 / 30

29) একটি ড্রামে ২০০ লিটার দুধ ধরে। ২.৫ কিলোলিটার দুধ আনতে কত ড্রাম প্রয়োজন?

30 / 30

30) একটি ঘরের দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ ৮ মিটার। দেয়ালের উচ্চতা ৪ মিটার হলে চার দেয়ালের ক্ষেত্রফল কত?

Your score is

The average score is 0%

0%

quiz logo isolated on white back

English(Narration: Interrogative)

tail spin

1 / 40

1. The maid said to the old man, "Can't you work?"

2 / 40

2. The teacher said to Ruma, "Why don't you complete your homework?"

3 / 40

3. Mother said to me, "When will you return home?"

4 / 40

4. Rafiq said to his friends, "Will you join us in the picnic?"

5 / 40

5. She said to the children, "Can you swim?"

6 / 40

6. The boy said to me, "Are you reading the book you have taken from me?"

7 / 40

7. He said to me, "Why do you use my room if you can't keep it tidy?"

8 / 40

8. The fruit seller said to the customer, "Do you like to buy Bangladeshi fruits?"

9 / 40

9. The dealer said to the customer, "Are you annoyed with my behaviour?"

10 / 40

10. My friend said to me, "Will you return me the book you have borrowed from me?"

11 / 40

11. He said, "Would you like a drink?"

12 / 40

12. The shopkeeper said to the scientist, "How long are the sticks?"

13 / 40

13. My grandfather said to me, "Where have you kept my spectacles?"

14 / 40

14. My father said to me, "Why don't you prepare your lessons in time?"

15 / 40

15. My father said to me, "Which pen do you like?"

16 / 40

16. I said to him, "Have you seen the man who came to visit you yesterday?"

17 / 40

17. He said to me, "Do you remember my name?"

18 / 40

18. I said to my sister, "Will you help me?"

19 / 40

19. The doctor said to the patient, "How are you feeling today?"

20 / 40

20. Shila said to her friend, "Have you bought a new car?"

21 / 40

21. The passer-by said to the stranger, "Do you need any room where you can stay?"

22 / 40

22. She said to Lima, "Why didn't you come to school yesterday?"

23 / 40

23. Rina said to her mother, "Will you see our school garden that we have made?"

24 / 40

24. The officer said to the people, "Are you happy with my work that I have been doing this year?"

25 / 40

25. The teacher said to the students, "Where have you been so long?"

26 / 40

26. He said to me, "What have you got in your bag?"

27 / 40

27. I said to him, "What is the time by your watch?"

28 / 40

28. He said to me, "Would you give me a lift?"

29 / 40

29. He said to me, "Would you accompany me, please?"

30 / 40

30. The teacher said to Rana, "Have you learnt the lesson I gave you yesterday?"

31 / 40

31. Mr. Fox said to the other foxes, "Do you like to cut off your tails?"

32 / 40

32. "Are you hungry, friends?" said the king.

33 / 40

33. Mother said to her daughter, "Are you taking medicine regularly?"

34 / 40

34. The stranger said to the passer-by, "Can you tell me the nearest way to the hotel?"

35 / 40

35. She said to me, "Did you like the gift?"

36 / 40

36. The old man said to the maid, "Will you give me some food?"

37 / 40

37. I said to the man, "Why do you beg?"

38 / 40

38. The owner said to the guard, "Can you tell me which mangoes taste sour?"

39 / 40

39. The customer said to the fruit seller, "Which fruits do you have of our country?"

40 / 40

40. The girl said to the teacher, "Will you help me in understanding a grammatical point?"

Your score is

The average score is 0%

0%